অনলাইনে ‘ফেলুদা’

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2017, 06:57 AM
UPDATED 12 September 2017, 13:02 PM

সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দাকাহিনিভিত্তিক ফেলুদা সিরিজের প্রচার শুরু হয়েছে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে। গত ৯ সেপ্টেম্বর চ্যানেল আইতে “শেয়াল দেবতা রহস্য”-এর প্রথম পর্ব দেখানোর পর এবার এটি উন্মুক্ত হলো ইন্টারনেটে।

বায়োস্কোপ লাইভ ডট টিভিতে পর্বটি দেখা যাচ্ছে।

“শেয়াল দেবতা রহস্য” পরিচালনার পাশাপাশি ফেলুদা চরিত্রে দেখা যাচ্ছে কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়কে। তোপসের ভূমিকায় রয়েছেন কলকাতার রিদ্ধি সেন। বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, শারলিন ফারজানা, শাহেদ আলীসহ অনেকেই।

বাংলাদেশের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশন এবং টম ক্রিয়েশন্স দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদার সব গল্প নিয়ে কাজ করার স্বত্ব পেয়েছেন তারা। প্রথম মৌসুমের জন্য তৈরি করা হয়েছে চারটি পর্ব – “শিয়াল দেবতা রহস্য”, “ঘুরঘুটিয়ার ঘটনা”, “গোলকধাম রহস্য” এবং “গ্যাংটকে গণ্ডগোল”।

টিভিতে প্রচারের পর ওয়েব সিরিজ হিসেবে এগুলো প্রকাশিত হবে অনলাইনে।