অপু-মাহির ‘কমনসেন্স’

By স্টার অনলাইন রিপোর্ট
6 August 2017, 06:38 AM
UPDATED 6 August 2017, 17:29 PM

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মাহিয়া মাহিকে একসঙ্গে দেখা যাবে। কেন তাঁরা দুজন একসঙ্গে হলেন তা জানা যাবে আসছে ঈদুল আজহায়।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় “কমনসেন্স” নামের একটি টক শোতে কথা বলবেন তাঁরা। বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে প্রচার করা হবে অনুষ্ঠানটি। সম্প্রতি অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “টক শো ‘কমনসেন্স’ একটি দারুণ অনুষ্ঠান। আর এতে আমি আর মাহি অতিথি হয়েছি। উপস্থাপনা করেছেন জয় ভাই। তাঁর উপস্থাপনায় এর আগেও অনুষ্ঠানে অংশ নিয়েছি। অনুষ্ঠানটি চমৎকার হয়েছে।”

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অপু আপু আমার প্রিয় অভিনেত্রী। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিয়েছি। বিষয়টি অনেক ভালোলাগার। কী বলেছি সেটা জানতে অপেক্ষা করতে হবে।”