অপূর্ব কি মেনে নিবে প্রস্তাব?

By স্টার অনলাইন রিপোর্ট
29 August 2017, 09:42 AM
UPDATED 29 August 2017, 15:46 PM

ঈদের তৃতীয় দিন রাত সাড়ে আটটায় এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক “ছাড়পত্র”। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন, আবুল হায়াত, রাশেদ মামুন অপু, সিরাজুল ইসলাম প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে জিতু (অপূর্ব) ঢাকায় চাকরি করেন। হঠাৎ চাকরি চলে গেলে তিনি মাকে জানান, এ মাসে টাকা পাঠাতে পারছেন না। এদিকে তাঁর প্রেমিকা রিয়া (মেহজাবিন) তাঁকে জরুরি দেখা করতে বলেন।

রিয়া জানান, তাঁর বাবা দেখা করতে বলেছেন। দেখা করার পর জিতুকে বলা হয়, সে তাঁর মা-বাবাসহ পরিবারের কারো সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না।

রিয়ার বাবার এমন প্রস্তাবে শুনে হতাশ হয়ে পড়ে জিতু। এদিকে, তাঁর মা ফোন করে বলেন, তুই যে ১০০০ টাকা পাঠিয়েছিস, সেটি পেয়েছি। চিন্তায় পড়ে যায় জিতু, কে পাঠালো এই টাকা?