আবারও তাহসান

By স্টার অনলাইন রিপোর্ট
4 June 2017, 06:17 AM
UPDATED 4 June 2017, 12:22 PM

একই টেলিফিল্মে অভিনয়ের সঙ্গে গানও গেয়েছেন তাহসান। “আবারও” শিরোনামের টেলিফিল্মে দেখা যাবে তাঁকে। এতে তাহসানের বিপরীতে থাকছেন নাদিয়া নদী।

মাসুদুল হাসানের গল্পে এবং তানিন রহমানের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে টেলিফিল্মটি।

স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে “আবারও” গানটির সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ। গানটিও ঈদে গানবক্সের ব্যানারে প্রকাশিত হবে।

তাহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এখন আমাদের জীবনে প্রতি মুহূর্তে যা ঘটছে ঠিক তেমন একটি গল্প নিয়েই এই টেলিফিল্ম। অনেক সুন্দরভাবে
উপস্থাপন  করা হয়েছে গল্পটি।”

গান প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমানে তেমন একটা গান করছি না। গানের কথা-সুর-সংগীত সব নিজের মন মতো হলে তবেই গান করছি, কণ্ঠ দিচ্ছি। আবার গানের কথা-সুর আমার ভালো লেগেছে তাই কণ্ঠও দিলাম।”

“আবারও” গানটি নিয়ে তাহসানের প্রত্যাশা, “আশা করি, গানটি আমার শ্রোতাদের ভালো লাগবে।”