ঈদের নাটকে পূর্ণিমা-মাহফুজ

By স্টার অনলাইন রিপোর্ট
4 May 2017, 05:40 AM
UPDATED 4 May 2017, 11:47 AM

প্রায় এক বছর পর টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী পূর্ণিমা ও মাহফুজ আহমেদ জুটি বাঁধছেন ‘তালপাতার পাখা’ নাটকে। চয়নিকা চৌধুরীর এই নাটকটি আগামী ঈদে প্রচারিত হবে।

‘তালপাতার পাখা’ নাটকে পূর্ণিমা ও মাহফুজকে দেখা যাবে দম্পতির ভূমিকায়, যেখানে পূর্ণিমা থাকছেন সুমনা চরিত্রে এবং মাহফুজ থাকছেন আনন্দ চরিত্রে। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করবেন নাজিরা মৌ এবং আজম খান। উত্তরা এবং পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে।

নাটকটি নিয়ে চয়নিকা চৌধুরী বলেন, “পূর্ণিমার সাথে এটা আমার প্রথম কাজ। কাজের প্রতি তার দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।”

দ্য ডেইলি স্টারকে মাহফুজ আহমেদ বলেন, “টিভি নাটকে সর্বশেষ অভিনয় করেছি প্রায় এক বছর আগে। নাটকে অভিনয় করার যে আনন্দ তা গত এক বছরে অনেক বেশি মিস করেছি। খুবই ভালো লাগছে আবার কাজ শুরু করতে পেরে।”

তিনি আরও বলেন, “আমি এর আগে পূর্ণিমার সাথে অনেক বার কাজ করেছি। গত বছর ঈদেও আমাদের একটি টিভি নাটক ছিল। সে খুবই গুণী একজন অভিনেত্রী এবং তার সাথে কাজ করতে পারাটা আনন্দের বিষয়।”

নাটকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পূর্ণিমা বলেন, “নাটকের গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চয়নিকা চৌধুরী খুবই নির্ভরযোগ্য একজন নির্মাতা এবং মাহফুজ আহমেদ সহ-শিল্পী হিসাবে খুবই ভাল একজন অভিনেতা। তাদের সাথে কাজের সময়টা খুবই ভাল কাটছে।”

আসছে ঈদে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।