ঈদে চ্যানেল আইয়ে ৩ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

By স্টার অনলাইন রিপোর্ট
1 September 2017, 12:43 PM
UPDATED 1 September 2017, 18:47 PM

ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে তিনটি নতুন চলচ্চিত্র। ঈদের তিন দিনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে তিন ছবির।
ঈদের দিন বেলা আড়াইটায় দেখানো হবে চলচ্চিত্র "শেষকথা"। ছবিটি পরিচালনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আইরিন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া দশটায় দেখানো হবে ইফতেখার আহমেদ ফাহমির চলচ্চিত্র "টু বি কন্টিনিউড"। এ ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খানসহ অনেকে।
ঈদের তৃতীয় দিন সকাল সোয়া দশটায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক চলচ্চিত্র "পরবাসিনী"-র। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন স্বপন আহমেদ। এতে অভিনয় করেছেন রিথ মজুমদার, মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, উর্বশী রাউটেলা, সোহেল খান, অপ্সরা আলী, চাষী আলম প্রমুখ।