এটিএন বাংলায় বিশেষ নাটক ‘রাত এখনো বাকি’

By স্টার অনলাইন রিপোর্ট
16 June 2017, 06:35 AM
UPDATED 16 June 2017, 12:41 PM

এক রাতের জন্য ফরহাদকে কাছে চায় জেরিন। তা না হলে বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেটা জানতে হলে আজ রাত ৮টা ৪৫ মিনিটে চোখ রাখতে হবে এটিএন বাংলায়। এসময় প্রচারিত হবে বিশেষ নাটক “রাত এখনো বাকি”।

সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইয়ামিন জুয়েল। এতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, পাভেল ইসলাম, হাসিন রওশন প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে জেরিন (প্রভা) একটি রেস্টুরেন্টে সুতপা’র (হাসিন) জন্য অপেক্ষা করছেন। জেরিন ফরহাদের সাবেক স্ত্রী, আর সুতপা বর্তমান স্ত্রী। প্রায় পাঁচ বছর আগে জেরিন ছেড়ে গিয়েছিল ফরহাদকে। এই দীর্ঘ সময় পর জেরিনের এখন মনে হলো, এক রাতের জন্য হলেও ফরহাদকে তাঁর চাই। আর তা না হলে সে বাঁচবে না।

ফরহাদ আর সুতপা যদি এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে আত্মহত্যা করে ফাঁসিয়ে দিবে ওদের।

কী করবে এখন সুতপা? সে কি নিজের স্বামীকে এক রাতের জন্য জেরিনের কাছে পাঠাবে? অথবা, ফরহাদও কি রাজি হবে এমন প্রস্তাবে?