‘কান পেতে রই’ নাটকে রিয়াজ, মেহজাবিন

By স্টার অনলাইন রিপোর্ট
10 January 2017, 10:50 AM
UPDATED 10 January 2017, 16:59 PM

এর আগে ‘এক যে ছিলো রাজকন্যা’ নাটকে একসঙ্গে  অভিনয় করেছিলেন রিয়াজ ও মেহ্জাবিন চৌধুরী। কিন্তু নাটকটি এখনো প্রচারিত হয়নি। আবারো দু’জন একটি নাটকে অভিনয় করেছেন, নাম ‘কান পেতে রই’।

নাটকটির চিত্রনাট্য লিখেছেন এর পরিচালক মাতিয়া বানু শুকু।

এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। আগামী ১৯ জানুয়ারি রাত ১০:৫৫ মিনিটে এটিএন বাংলায় এটি প্রচারিত হবে।

দ্য ডেইলি স্টার অনলাইনকে রিয়াজ বলেন, “এবারই প্রথম এমন একজন পরিচালকের সঙ্গে কাজ করলাম যার কাজ তুলনামূলকভাবে অনেক গোছানো। নাটকের গল্পটি অনেক সুন্দর। মেহেজাবিনও দারুণ অভিনয় করেছেন। আশা রাখি, সবার ভালো লাগবে।”

মেহজাবিন  বলেন, “একজন অনেক গুনী অভিনেতার বিপরীতে  অভিনয় করতে গিয়ে অনেক সহযোগীতা পেয়েছি।গল্পটিও অনেক চমৎকার।”