কোটিপতি ‘বড় ছেলে’

By স্টার অনলাইন রিপোর্ট
10 October 2017, 09:55 AM
UPDATED 11 October 2017, 11:47 AM

বড়ছেলে অপূর্ব চাকরি না পেয়ে তার প্রেমকে বিসর্জন দিয়েছিলেন ঠিকই। কিন্তু, মাত্র ৩৩ দিনে নাটকটির ভিউয়ার এক কোটি পেরিয়ে গেল। পরিচালক মিজানুর রহমান আরিয়ানের “বড়ছেলে” নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন অপূর্ব ও মেহজাবিন।

ইউটিউবেও রেকর্ড গড়ল নাটকটি। গত ৫ সেপ্টেম্বর সিডি চয়েসের ইউটিউব চ্যানেল “সিডি চয়েস ড্রামা”-য় নাটকটি  প্রকাশ করা হয়। এর আগে কোনো নাটক ইউটিউবে কোটির ঘরে আসেনি। তাও আবার এতো কম সময়ে।

মিজানুর রহমান আরিয়ান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে আর কোনো নাটক এত দ্রুত সময়ে কোটি ভিউয়ার পায়নি। আর রেকর্ড করা এমন একটি নাটকের পরিচালনা করেছি বিষয়টি ভাবতেই ভালো লাগছে। আমি মনে করি, এ থেকে অন্য নির্মাতারাও অনুপ্রেরণা পাবেন।”

সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এটি আমাদের নাটকের জন্য সুখবর। আমরা খুব আনন্দিত। এর ফলে মানুষ নাটক দেখার প্রতি আরও বেশি উৎসাহী হবেন।”