গল্পটা অভিনেত্রী নিপুণের

By স্টার অনলাইন রিপোর্ট
11 June 2017, 07:04 AM
UPDATED 11 June 2017, 13:08 PM

 

ঈদের দুটি নাটকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। এগুলো একটি হলো সকাল আহমেদ পরিচালিত “অভিনেত্রী” এবং অপরটি মাসুদ সেজানের পরিচালনায় এখন পর্যন্ত নাম ঠিক না হওয়া একটি খণ্ড নাটক।

ইতোমধ্যে “অভিনেত্রী” নাটকের কাজ শেষ হয়েছে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।

এদিকে, গতকাল থেকে শুরু হয়েছে মাসুদ সেজানের নাটকটির শুটিং। এখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন মাহফুজ আহমেদ।

দ্য ডেইলি স্টার অনলাইনকে নিপুণ বলেন, “দুটি নাটকের কাজ করছি এবারের ঈদে। এর মধ্যে ’অভিনেত্রী’র গল্পটি আমর কাছে অসাধারণ লেগেছে। গল্পটি এগিয়ে গেছে আমাকে ঘিরে। এটি নিয়ে আমি দারুণ আশাবাদী। এমন গল্প সচরাচর পাওয়া যায় না। ভালো একটি কিছু দাঁড়াবে বলে আশা করি।”