দিতির বাড়িতে দিতির শেষ নাটক

By স্টার অনলাইন রিপোর্ট
23 April 2017, 08:03 AM
UPDATED 23 April 2017, 14:11 PM

দিতি অভিনীত শেষ নাটক “লুকোচুরি” প্রচারিত হবে ২৪ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে আরটিভি’তে।

নাটকটি রচনা করেছেন জাকারিয়া সৌখিন এবং পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

দিতি অসুস্থ হওয়ার আগে “লুকোচুরি” নাটকটি নির্মিত হয়। নাটকটিতে প্রথমবারের মতো দিতি, রওনক হাসান ও অপর্ণা ঘোষ একসঙ্গে অভিনয় করেছিলেন।

“লুকোচুরি” নাটকটিতে রয়েছে প্রচলিত পারিবারিক খুনসুটির উপস্থাপনা। এতে দিতি অভিনয় করেন অপর্ণার মায়ের চরিত্রে। অপর্ণা সম্পর্কের বন্ধনে জড়িয়ে পড়েন রওনক হাসানের সঙ্গে। এতে শুরু হয় দ্বন্দ্ব। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

নাটকটির শুটিং হয় গুলশানে চিত্রনায়িকা দিতির বাড়িতে।