নতুন ধারাবাহিক ‘একদিন প্রজ্ঞার দিন’

By স্টার অনলাইন রিপোর্ট
28 May 2017, 06:21 AM
UPDATED 28 May 2017, 12:23 PM

আজ (২৮ মে) রাত ৮টা ১৫ মিনিটে বেসরকারী টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক “একদিন প্রজ্ঞার দিন”। নাটকটির রচয়িতা সৈয়দ জিয়াউদ্দিন এবং পরিচালক গৌতম কৌরি।

একটি গ্রামের মেয়েকে ঘিরে নাটকটির গল্প আবর্তিত হয়েছে। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জাকিয়া বারি মম। এছাড়া, আরও রয়েছেন অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার এবং মুনিরা মিঠু।

দর্শকদের মতামত সরাসরি পাওয়ার জন্য নাটকটির একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। নাটকটি দেখে একজন দর্শক তাঁর অনুভূতি সেখানে জানাতে পারবেন।

প্রতি রবি এবং সোমবার প্রচার হতে যাওয়া এই নাটকটির টাইটেল গান করেছেন সন্ধি এবং কন্ঠ দিয়েছেন সিথী সাহা।