নতুন পরিচয়ে অপু বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট
12 June 2017, 09:32 AM
UPDATED 12 June 2017, 15:40 PM

অভিনেত্রী অপু বিশ্বাস আসছে ঈদে নতুন পরিচয়ে আসবেন দর্শকদের কাছে। ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। একইসঙ্গে সেই অনুষ্ঠানে নিজেই থাকবেন অতিথি হয়ে।

“আমার ছবি আমার গান” নামের এই অনুষ্ঠানে প্রচার করা হবে অপুর অভিনীত সিনেমার জনপ্রিয় কিছু গান। সেই গানগুলোর দৃশ্য ধারণের উল্লেখযোগ্য ঘটনা ও বিভিন্ন অভিজ্ঞতার কথা বলবেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানটি প্রসঙ্গে অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এমন একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। উপস্থাপনাতে এসে নতুন কিছু শিখলাম। একটি ভালো মানের অনুষ্ঠান নির্মাণের চেষ্টা করা হয়েছে। আশা করি, ভালো লাগবে সবার।”

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তন্ময় এবং সোহেল রানা সবুজ। একুশে টিভির আগামী ঈদ অনুষ্ঠানমালায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।

এছাড়াও, ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত “রাজনীতি” ছবি নিয়ে প্রায় একবছর পর আসছেন শাকিব খান-অপু বিশ্বাস জুটি।