নিজের গানের কথা বলবেন ইমন

By স্টার অনলাইন রিপোর্ট
19 June 2017, 08:04 AM
UPDATED 19 June 2017, 14:08 PM

আসছে ঈদে চিত্রনায়ক ইমনকে দেখতে পাওয়া যাবে উপস্থাপক হিসেবে। একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের “আমার ছবি, আমার গান” অনুষ্ঠানটির প্রথম দিনে উপস্থাপনা করতে দেখা যাবে তাঁকে।

অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়।

ইমন অভিনীত ১০টি গান নিয়ে সাজানো হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। গানের শুটিংয়ের অভিজ্ঞতাসহ গানের বিষয়ে কথা বলবেন তিনি। রাজধানীর মনোরম লোকেশনে অনুষ্ঠানটির শুটিং করা হয়েছে।

দ্য ডেইলি স্টার অনলাইনকে ইমন বলেন, “আমার কাছে উপস্থাপনা করার বিষয়টি বেশ মজার লেগেছে, সঙ্গে থাকছে নিজের অভিনীত সিনেমার গান নিয়ে কথা। দারুণ একটা ভালোলাগা লেগে আছে অনুষ্ঠানটি ঘিরে।”

“নতুন ধরনের চিন্তা রয়েছে এখানে। আশা করি, অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে”, বলে যোগ করেন তিনি।