নয় বছর পর হাবিব

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2017, 06:57 AM
UPDATED 13 June 2017, 12:59 PM

দীর্ঘ নয় বছর পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “আনন্দমেলা”-র জন্যে গান গাইলেন হাবিব ওয়াহিদ। “ঘুম” শিরোনামের একটি গানে দেখা যাবে তাঁকে। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান।

ঈদের দিন রাত দশটার সংবাদের পর “আনন্দমেলা” প্রচার হবে বিটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সজল এবং নাবিলা।

হাবিব ওয়াহিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলায়’ গান গাওয়াতে একটা ভালো লাগা থাকে। বিটিভি এখনো দেশে সবচেয়ে বড় মাধ্যম। এদের মতো এতো দর্শক আর কোন চ্যানেল তৈরি করতে পারেনি।”

“প্রায় নয় বছর পর আনন্দমেলার জন্য গাইলাম। বেশ লাগছে সবকিছু মিলিয়ে,” যোগ করেন এই শ্রোতাপ্রিয় শিল্পী।

এছাড়াও, ঈদে নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সঙ্গে থাকার একটি সম্ভাবনা রয়েছে হাবিব ওয়াহিদের।