পপির জন্যে “মেন্টাল”

By স্টার অনলাইন রিপোর্ট
29 May 2017, 07:42 AM
UPDATED 29 May 2017, 13:45 PM

তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। বড় পর্দার পাশাপাশি বিশেষ দিবসে ছোট পর্দায় অভিনয় করতে দেখা যায় তাঁকে। আসছে ঈদের জন্য ছোট পর্দায় “মেন্টাল” নামে একটি নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের গল্পে দেখা যাবে পপির ভালোবাসায় মেন্টাল হয়ে পাবনা যাবেন একজন।

আপন হাসানের রচনায় কায়সার আহমেদ পরিচালিত নাটকটিতে পপির বিপরীতে রয়েছেন হাসান জাহাঙ্গীর।

নাটকে অভিনয় প্রসঙ্গে দ্য ডেইলি স্টার অনলাইনকে পপি বলেন, “শুধু বিশেষ দিনের কিছু নাটকেই দেখা যায় আমাকে। কারণ, এইসব দিনে মানুষ ভালো কিছু দেখতে চান। নাটকের গল্প, চরিত্র আমার কাছে ভালো লেগেছে বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছি। আশা রাখি, ‘মেন্টাল’ নাটকটি দেখে দর্শকরা বিরক্ত হবেন না।”

নাটক ছাড়াও খুব শিগগিরই জাভেদ জাহিদ পরিচালিত “রাজপথে” নামের একটি ছবির শুটিং শুরু করবেন পপি।

এছাড়াও, জাহাঙ্গীর আলম সুমনের পরিচালনায় “সোনাবন্ধু” ছবিতে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন এই নায়িকা।