পবিত্র হজ পালনে অপি করিম

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2017, 12:03 PM
UPDATED 24 August 2017, 18:10 PM

অভিনেত্রী অপি করিম পবিত্র হজ পালনে আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বাবা-মার সঙ্গে হজ পালন করবেন তিনি।

অপি করিমের স্বামী নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অপি তাঁর বাবা-মাকে সঙ্গে নিয়ে হজে যাচ্ছেন। সবাই তাঁদের জন্যে দোয়া করবেন; যেন তাঁরা ভালোভাবে ফিরে আসতে পারেন।”

অপি করিম সর্বশেষ গত ১৫ আগস্ট দেশ টিভির সরাসরি অনুষ্ঠান “রক্তমাখা বুকে স্বদেশের ছবি” অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে নাটকে এখন তাঁকে খুব বেশি দেখা যায় না।