বাউলিনীর বেশে দুজন কোন গান শোনাবেন একসঙ্গে?

By স্টার অনলাইন রিপোর্ট
16 April 2017, 10:06 AM
UPDATED 16 April 2017, 16:10 PM

দুই ক্লোজআপ তারকা বিউটি আর সালমা বাউলিনীর বেশে আনজাম মাসুদের দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তাঁরা একসঙ্গে কোন গান শোনাবেন দর্শক-শ্রোতাদের?

সেই অপেক্ষার প্রহর শেষ হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। কেননা, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ১০ম পর্বটি প্রচার হবে তখন।

প্রথমবারের মতো একসঙ্গে একটা গান করবেন বিউটি ও সালমা। এছাড়াও, তিনটি গান, একটি নাচ, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানান অসংগতি নিয়ে লেখা বেশ কিছু নাট্যাংশ থাকবে বৈশাখের এই পর্বে।

সালমা এবং বিউটি লালনসংগীত ‘করি মানা কাম ছাড়েনা মদনে’ গানটি গাইবেন। সংগীতায়োজনে রয়েছেন আরফিন রুমী। ফোয়াদ নাসের বাবুর সুর ও সংগীতে ‘চলো চলোরে’ শিরোনামের বৈশাখী গান করবেন সুজন আরিফ ও কর্নিয়া।

লিজার কণ্ঠে শোনা যাবে রবিউল ইসলাম জীবনের কথায় ও আরফিন রুমীর সুর-সঙ্গীত পরিচালনায় একটি গান।

ইভান শাহরিয়ার সোহাগ এর কোরিওগ্রাফিতে নাচ পরিবেশন করবেন চিত্রনায়িকা রেসি। তাঁর সঙ্গে থাকবেন বিশজন সহশিল্পী।

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় রয়েছেন আনজাম মাসুদ।