মৌসুমী- অপূর্বর ‘মিডনাইট লাভ’

By স্টার অনলাইন রিপোর্ট
14 January 2017, 12:12 PM
UPDATED 14 January 2017, 18:21 PM

ভালোবাসা দিবসের জন্য একটি টেলিফিল্মে অভিনয় করলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ও টেলিভিশন তারকা অর্পূব। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির নাম ‘মিডনাইট লাভ’।

মৌসুমী জানান, গল্পটি তাঁর কাছে খুব ভালো লগেছে। “এছাড়াও, অপূর্বের সঙ্গে দীর্ঘদিন পর কাজ করছি। কাজের ব্যাপারে সে আগের চেয়ে আরও বেশি গোছানো হয়েছে।”

অপূর্ব বলেন, “মৌসুমী আপু গুণী অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করতে ভালো্ লাগে। অনেক কিছু শেখার রয়েছে তাঁর কাছ থেকে।”

এর আগে মৌসুমী এবং অপূর্ব ‘রূপালী কন্যা’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন।