‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি’

By স্টার অনলাইন রিপোর্ট
15 August 2017, 07:03 AM
UPDATED 15 August 2017, 13:13 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশ টিভি আজ সরাসরি প্রচার করবে ‘‘রক্তমাখা বুকে স্বদেশের ছবি” শিরোনামের ম্যাগাজিন অনুষ্ঠান। রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আয়োজনে উপস্থিত থাকবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে পরিবেশিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন গান ও কবিতা। এছাড়াও থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও জেলখানার রোজনামচা পাঠ এবং স্মৃতিচারণ।

অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরের সঙ্গে আরও থাকবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শিল্পী তিমির নন্দী, অভিনেত্রী অপি করিম এবং কণ্ঠশিল্পী ঐশিকা নদী। এটি প্রযোজনা করেছেন আলমগীর হোসেন।