সংগীতপরিচালক হিসেবে দেখা যাবে তিশাকে

By স্টার অনলাইন রিপোর্ট
14 September 2017, 10:21 AM
UPDATED 14 September 2017, 16:27 PM

এবার নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে সংগীতপরিচালক হিসেবে। তবে সেটি বাস্তবে নয়, একটি টেলিছবিতে।

মাসুদ হাসান উজ্জলের রচনা ও পরিচালনায় ‘নোটস’ নামের এই টেলিছবিতে তিশাকে দেখা যাবে সংগীতপরিচালক ও বেহালা বাদক হিসেবে। এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, কনা, তানভীর আলম সজিব, সাদমান মাতিস, জয় শাহরিয়ার ও আদনান।

আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে এটি প্রচারিত হবে।

ছবিটির গল্পে দেখা যাবে তিশা একজন ব্যস্ত ও প্রতিষ্ঠিত সংগীতপরিচালকের মেয়ে। তাঁর সঙ্গে খ্যাতিমান সংগীতশিল্পী জনের সম্পর্ক গড়ে উঠে। জনের উপর জেদ করে একজন ভালো গিটারিস্টের খোঁজ করেন তিশা। অবশেষে, মাতিস নামের গিটারিস্টের সন্ধান পান তিনি। তাঁকে রাজি করিয়ে স্টুডিওতে নিয়ে আসা হয়।

এদিকে, মাতিস তিশার প্রস্তাবে তেমন কোনো আগ্রহ না দেখিয়ে বরং মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তাঁর দিকে। মাতিসের গিটার বাজানো দেখে মুগ্ধ হয়ে যায় তিশা। মাঝে অনেকদিন খবর নেই মাতিসের। তবে একদিন হুট করে সে নিজেই হাজির হয়।