হুমায়ূন আহমেদের গান গাইবেন এস আই টুটুল

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2017, 11:13 AM
UPDATED 18 July 2017, 17:18 PM

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর লেখা গান নিয়ে সাজানো হবে চ্যানেল আই এর “গানে গানে সকাল শুরু” অনুষ্ঠানটি।

১৯ জুলাই সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠানটিতে গানগুলো পরিবেশন করবেন সংগীতশিল্পী এস আই টুটুল।

স্যাটেলাইট চ্যানেলটির স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে অনুষ্ঠানটি। এটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু।

সংবাদমাধ্যমকে তিনি জানান, হুমায়ূন আহমেদের লেখা গানগুলো পরিবেশন ছাড়াও এই কিংবদন্তী কথাসাহিত্যিকের সঙ্গে এস আই টুটুলের দীর্ঘ পথচলার নানাদিক নিয়ে স্মৃতিচারণ করা হবে।