১০০০ পর্বে ‘বিনোদন সারাদিন’

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2017, 06:15 AM
UPDATED 20 April 2017, 12:21 PM

বিনোদন জগতের খবর নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’-এর ১০০০তম পর্ব প্রচারিত হবে আজ। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি প্রচারিত হয়।

২০১২ সালের ৬ মে যাত্রা শুরু হয় ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানটির। পাঁচ বছর পূর্ণ করতে যাওয়া এই অনুষ্ঠানটি রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে প্রযোজনা করছেন এসএম হূমায়ণ কবির। আর উপস্থাপনায় থাকছেন জিয়ান ও নন্দিতা।

সৈয়দ হাসান ইমাম, মোস্তফা জামান আব্বাসী, শাহীন সামাদ, সাদিয়া আফরিন মল্লিক, প্রয়াত শহীদুল ইসলাম খোকন, সুবর্ণা মুস্তফা, রাইসুল ইসলাম আসাদ, প্রয়াত অভিনেত্রী দিতি, আলমগীর, ফেরদৌস, রিয়াজ, অনন্ত জলিল, জয়া আহসান, মাহফুজ আহমেদ, তৌকীর আহমেদ, শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, তিশা, পরীমণি, মাহি, বাপ্পী, আরিফিন শুভ প্রমুখ তারকাবৃন্দ আলো ছড়িয়েছেন এই অনুষ্ঠানে।

চ্যানেল সূত্রে জানা যায় আজ ‘বিনোদন সারাদিন’-এর আগের বিশেষ পর্বগুলো নিয়ে সংকলিত অনুষ্ঠান প্রচারিত হবে।