২৩ ফেব্রুয়ারি শুরু ‘পোস্ট গ্রাজুয়েট’, আজ প্রিমিয়ার

By স্টার অনলাইন রিপোর্ট
22 February 2017, 09:28 AM
UPDATED 22 February 2017, 15:40 PM

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে এনটিভিতে প্রচারিত হবে আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের যৌথ রচনায় ‘পোস্ট গ্রাজুয়েট’ ধারাবাহিক নাটকটি

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, ফারুক আহমেদ, হাসান মাসুদ, তাসনুভা তিশা, আরফান, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে একজন যুবক প্রথমে থাকেন গ্র্যাজুয়েট ব্যাচেলর। তারপর তিনি বিয়ে করেন। বিবাহিত জীবনে স্ত্রীর তাঁর সঙ্গে ঝামেলা হয়। স্ত্রী তাঁকে রেখে বাপের বাড়ি চলে যান। তখন তিনি হয়ে যান বিবাহিত ব্যাচেলর। ব্যাচেলর-বিয়ে-বিবাহিত ব্যাচেলর এই চক্রটাই তাঁর জীবনে ঘুরতে থাকে।

প্রতি সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নাটকটি। আজ সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে নাটকটির প্রিমিয়ার ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে।