ডিপজল অসুস্থ, বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে

By স্টার অনলাইন রিপোর্ট
20 September 2017, 06:20 AM
UPDATED 20 September 2017, 12:22 PM

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি  রয়েছেন। তার ফুসফুসেও পানি জমেছে। আজ বিকালেই তাকে সিঙ্গাপুরে  নিয়ে যাওয়া হবে।

পরিচালক মনতাজুর রহমান আকবর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন,  ‘ডিপজলকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করা হয়েছে। বিকাল নাগাদ ডিপজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দিবে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে।’

অক্টোবর মাসে মুক্তি পাচ্ছে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। আরও রয়েছেন মৌসুমী ও মিম। এছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবির বেশির ভাগ কাজ তিনি শেষ করেছেন।