‘তুমি চাইলে প্রতিদিনই ভ্যালেন্টাইন’স ডে’

By স্টার অনলাইন রিপোর্ট
15 February 2017, 12:06 PM
UPDATED 15 February 2017, 18:09 PM

“তুমি চাইলে প্রতিদিনই ভ্যালেন্টাইন’স ডে” – এই উক্তিটি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। “আমার প্রতিটি দিনকে ভালোবাসার দিন বানিয়ে দাও” – জানালেন এই আর্তি।

কোহলি তাঁর প্রেমিকা আনুশকা শর্মার উদ্দেশ্যে এই কথাগুলো আজ লিখেন ইনস্টাগ্রামে। আর এর আধ ঘণ্টা আগে পোস্ট করেন তাঁদেরই একটি রোমান্টিক মূহুর্তের ছবি।

ভালোবাসা দিবসের একদিন পর কোহলি এই পোস্টটির মাধ্যমে আনুশকার সঙ্গে তাঁর সম্পর্কটিকে প্রকাশ্যে নিয়ে এলেন। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের বিচ্ছেদ চলছিল। আজ সেই বিচ্ছেদ অবসানের একটা ইঙ্গিত দিলেন কোহলি।

কোহলির পোস্টটি ইতোমধ্যে দুই লাখের বেশি লাইক পেয়েছে। ছবিটি পেয়েছে ৬,০০০ বেশি মন্তব্য, খবর এনডিটিভির।

গত বছর কোহলি ইনস্টাগ্রামে তাঁদের একটি ছবিসহ বিরহকাতর পোস্ট করে উড়িয়ে দিয়েছিলেন তাঁদের বিয়ের সম্ভাবনা।