দুই বাংলার শিল্পীদের অংশগ্রহণে ভালোবাসা দিবসের কনসার্ট

By স্টার অনলাইন রিপোর্ট
8 February 2017, 11:37 AM
UPDATED 8 February 2017, 17:44 PM

ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের গানে গানে মাতাতে দুই বাংলার শিল্পীরা। তাদের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে বিশেষ কনসার্ট ‘ফিজআপ ভ্যালেন্টাইন মিউজিক ব্যাশ ২০১৭’।

এই আয়োজনটি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবি’র হয়ে মঞ্চ মাতাবেন আইয়ূব বাচ্চু। অনুষ্ঠানে আরো গান করবেন হৃদয় খান, ঐশী এবং সংগীতদল ডাকঘর-এর সদস্যরা।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইভেন্টেলস লিমিটেড-এর আয়োজনের এই কনসার্টে থাকবেন ইন্ডিয়ান আইডল সিজন ফোরের তোরসা সরকার এবং শিল্পী অর্ক মূখার্জী।