নতুন পরিচয়ে মিথিলা

By স্টার অনলাইন রিপোর্ট
18 September 2017, 11:33 AM
UPDATED 18 September 2017, 17:34 PM

বিশেষ দিনগুলোর জন্য টিভি পর্দায় দেখা যায় অভিনেত্রী মিথিলাকে। মাঝে মাঝে গান করেন। সঙ্গে রয়েছে নিজের পেশাগত ব্যস্ততাও। এবার মিথিলাকে নতুন এক কাজে পাওয়া যাবে। একটি রেডিও স্টেশনের জন্য অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন তিনি।

এখনো অনুষ্ঠানের দিনক্ষণের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে রেডিও অনুষ্ঠান বিষয়ে গবেষণামূলক তথ্য সংগ্রহের কাজ এগিয়েছে অনেক দূর।

এ প্রসঙ্গে মিথিলা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন বলেন, ‘এখনো গ্রাউন্ড ওয়ার্ক পুরোপুরি শেষ হয়নি। অনুষ্ঠানটি হবে আর্লি চাইল্ডহুড বিষয়ে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। অফিস করার পাশাপাশি অনুষ্ঠানের জন্যও তথ্য সংগ্রহের কাজ করছি।’

আর্লি চাইল্ডহুড বিষয়ে স্নাতকোত্তর করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গত বছরই পেয়েছেন চ্যান্সেলর গোল্ড মেডেল। শিক্ষাজীবন থেকে নিজের আয়ত্তে থাকা এই বিষয় নিয়েই তিনি কথা বলবেন রেডিওতে। তার মাথা জুড়ে এখন শুধুই নতুন রেডিও অনুষ্ঠানের ভাবনা।