নিরবের প্রথম বলিউড ছবির ট্রেলার ইউটিউবে

By স্টার অনলাইন রিপোর্ট
7 January 2017, 07:25 AM
UPDATED 7 January 2017, 13:28 PM

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল নিরবের প্রথম বলিউডের ছবি ‘শয়তান’-এর ট্রেলার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে নিরব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ট্রেলারটি অনলাইনে আসার পর থেকে সবার ভালোবাসায় ভাসছি। সবার এমন ভালোবাসায় সত্যি মুগ্ধ আমি। আমাকে নিয়ে ফয়সাল সাইফ বলিউডের এমন একটি ছবির কথা ভেবে রেখেছিলেন তার জন্য ধন্যবাদ।”

গত বছর বলিউডের ‘বালা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরে ছবিটির নাম পাল্টে রাখা হয়েছে ‘শয়তান’।

৫ জানুয়ারি ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান জি মিউজিক কোম্পানি ইউটিউবে ট্রেলারটি আপলোড করে।

দুই মিনিট দুই সেকেন্ডের ট্রেলারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলতে শুরু করেছে। শনিবার পর্যন্ত ইউটিউবে উনচল্লিশ হাজার বার দেখা হয়েছে ট্রেলারটি।

ফয়সাল সাইফের চিত্রনাট্যে ‘শয়তান’ নির্মাণ করেছেন সামীর খান। ছবিটিতে নায়িকা হিসেবে রয়েছেন কবিতা রাধে শ্যাম ও পাকিস্তানি অভিনেত্রী মিরা খান। ভৌতিক গল্প নিয়ে তৈরি এই ছবিটি আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস দিবসে মুক্তি পাবে।