‘অনেক টাকা হয়েছে, এবার ভালো চিত্রনাট্য চাই’

By স্টার অনলাইন রিপোর্ট
23 February 2017, 11:32 AM
UPDATED 23 February 2017, 17:54 PM

বলিউড তারকা অক্ষয় কুমারের নতুন ছবি ‘জলি এলএলবি টু’ মুক্তি পাওয়ার ১২ দিনের মধ্যে পার করেছে ১০০ কোটি রুপির বেঞ্চমার্ক। ছবিটির সাফল্যে বেজায় খুশি অক্ষয় বলেন, “অনেক টাকা হয়েছে, এবার ভালো চিত্রনাট্য দেখে কাজ করতে চাই।”

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ‘খিলাড়ি ফোর টুয়েন্টি’-খ্যাত এই তারকা বলেন, “আমার ব্যবসা করার চেয়ে দর্শকদের খুশি করার দিকে বেশি লক্ষ্য রাখা প্রয়োজন।”

সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি টু’-এর উচ্চাভিলাসী আইনজীবী অক্ষয় জানান, “আমার বিশ্বাস, এ জীবনে অনেক টাকা রোজগার করেছি। কিন্তু ভালো চরিত্র, চিত্রনাট্য, পরিচালক ও স্টুডিও দেখে কাজ করা উচিত।”

এই ছবিতে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “এই ছবির কলা-কুশলীদের সঙ্গে আগে কাজ করা হয়নি। এছাড়া, আইনজীবীর চরিত্রটাও ছিল নতুন। তবে সুভাষ কাপুর যথেষ্ট সহযোগিতা করেছেন। তাঁদের সঙ্গে আরও কাজ করতে চাই।”

২০১৬ সালে অক্ষয় কুমারের ‘রুস্তম’, ‘এয়ারলিফট’ এবং ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায়। তিনটি চলচ্চিত্রই বক্স অফিসে সাফল্যর মুখ দেখে। এগুলোর মধ্যে, ‘রুস্তম’ ও ‘এয়ারলিফট’ উচ্চ প্রশংসা লাভ করে।

তথ্যসূত্র: এনডিটিভি