পর্দা কাঁপাতে আসছে ‘বাহুবলি টু’: দেখুন ট্রেইলার

By স্টার অনলাইন রিপোর্ট
16 March 2017, 08:41 AM
UPDATED 16 March 2017, 18:00 PM

দুবছর প্রতীক্ষার পর ব্লকবাস্টার মুভি ‘বাহুবলি’র দ্বিতীয় পর্ব ‘বাহুবলি টু – দ্য কনক্লুশন’ আসছে পর্দা কাঁপাতে। গতকাল ছবিটির ট্রেইলার প্রকাশ পাওয়ার পর আজ এমনই মন্তব্য করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

ট্রেইলারটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে প্রায় অর্ধ কোটি ভিউয়ার পেয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার ভাষায়, পরিচালক এসএস রাজামৌলির এই ছবিটি হলো ২০১৭ সালে ভারতের সবচে প্রতীক্ষিত চলচ্চিত্র।

ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে যে এই অ্যাকশনধর্মী রোমান্স ড্রামাটি দর্শক মনের অনেক গোপন প্রশ্নের উত্তর জোগাবে। বিশেষ করে, কেন বাহুবলিকে হত্যা করা হয়েছে? তবে এর জন্য অপেক্ষা করতে হবেেআগামী ২৮ এপ্রিল পর্যন্ত।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘বাহুবলি-টু’-কে দেখা হচ্ছে একটি ভিজুয়্যাল মাস্টারপিস হিসেবে।