আইসিসিইউতে কঙ্গনা রনৌত

By স্টার অনলাইন রিপোর্ট
20 July 2017, 07:50 AM
UPDATED 20 July 2017, 15:31 PM

ভারতের হায়দ্রাবাদের এপোলো হসপিটালের আইসিসিইউতে ভর্তি রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সম্প্রতি, “মানিকারনাকি – দ্য কুইন অব ঝাঁসি” ছবির শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

খবরে প্রকাশ, “দ্রুত কঙ্গনাকে কাছাকাছি এপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হাসপাতালটির ইনসেন্টিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিসিইউ)-তে ভর্তি করা হয়। তাঁর কপালে ১৫টি সেলাই লেগেছে। আরও কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।”

পরিচালক কমল জৈন সংবাদমাধ্যমকে বলেন, সেটে এক তলোয়ার যুদ্ধের শুটিংয়ের সময় তাঁর কপালে তলোয়ারের আঘাত লেগেছে। ফলে তাঁর কপালে অনেকটুকু কেটে গেছে। অনেক রক্ত ক্ষরণ হয়েছে তাঁর।

কৃশ পরিচালিত “মানিকারনাকি – দ্য কুইন অব ঝাঁসি” ছবিটি ভারতের তৎকালীন ঝাঁসি রাজ্যের রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক। এটি ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পাওয়া কথা রয়েছে।

 

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া