আবার একসঙ্গে অক্ষয়-রাভিনা

By স্টার অনলাইন রিপোর্ট
31 May 2017, 08:56 AM
UPDATED 31 May 2017, 14:58 PM

বড় পর্দার দুই দর্শকপ্রিয় মুখ অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডনের ভক্তদের জন্য সুখবর। আবারও তাঁরা এক সঙ্গে আসছেন পর্দায়। তবে পর্দাটা এবার ছোট, অর্থাৎ টেলিভিশনে তাঁদের দেখা যাবে এক সঙ্গে।

এই জুটি পুনরায় এক পর্দায় আসতে চলেছেন এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ছোটপর্দার একটি কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এ থাকছেন অক্ষয় এবং একই কমেডি শো-এ বিচারকের প্যানেলে থাকতে যাচ্ছেন রাভিনা।

১৯৯০ দশকের জনপ্রিয় জুটি অক্ষয়-রাভিনা তাঁদের অভিনীত প্রায় প্রতিটি সিনেমাতেই দর্শক প্রিয়তা পেয়েছিলেন। এর মধ্যে “মোহরা” এবং “খিলাড়িও কা খিলাড়ি” বিশেষভাবে উল্লেখযোগ্য।