আমির খান এবার নভোচারী

By স্টার অনলাইন রিপোর্ট
11 June 2017, 09:59 AM
UPDATED 11 June 2017, 16:03 PM

ভারতের প্রথম নভোচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র “স্যালুট”। অভিনয়ে থাকছেন আমির খান।

জীবনীচিত্র “দঙ্গল”-এর আশাতীত সাফল্যের পর আমির এবার রাজি হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক পাইলট এবং নভোকাশযান সযুজ টি এলিভেন এর যাত্রী রাকেশ শর্মার জীবনী নিয়ে সিনেমা করতে।

মহেশ মাথাই পরিচালিত “স্যালুট” ছবিটিতে আমিরের সঙ্গে থাকছেন আদিত্য চোপরা এবং সিদ্ধার্থ রায় কাপুর।

আমির খান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন “থাগস অব হিন্দোস্তান” ছবির শুটিংয়ে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন এবং ফাতিমা সানা শেখ।