আয়েশা টাকিয়ার স্বামীকে হত্যার হুমকি

By স্টার অনলাইন রিপোর্ট
30 July 2017, 10:34 AM
UPDATED 30 July 2017, 16:37 PM

বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ও ভারতের মহারাষ্ট্র রাজ্যের সমাজবাদী পার্টির যুব সংগঠনের প্রধান আবু ফারহান আজমিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকি পেয়ে রাজস্থান রাজ্যের “হিন্দু সেনা” নামের একটি সংগঠনের বিরুদ্ধে মহারাষ্ট্র পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি।

মুসলমান হয়ে হিন্দু অভিনেত্রী আয়েশা টাকিয়াকে বিয়ে করার কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে বলে ফারহানের দাবি।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, পুলিশকে ফারহান জানিয়েছেন, তাঁদের বাড়ি, গাড়ি এবং অফিসে বিস্ফোরক রেখে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি। শুধু তাই নয়, তাঁদের পরিবার এবং ইসলাম ধর্ম নিয়েও খারাপ মন্তব্য করেছে “হিন্দু সেনা”-র সদস্যরা।

নিজের টুইটার অ্যাকাউন্টে এফআইআরের কপি পোস্ট করেছেন ফারহান।

[twitter]

[/twitter]

সংগঠনটির সদস্যরা ফারহানের বাবা আবু আসিম আজমিকেও হত্যার হুমকি দিয়েছে বলে জানা যায়।

অভিযোগে ফারহান বলেন, সংগঠনটির পক্ষ থেকে তাঁকে ফোন করে বলা হয়, “তোমার বাবাকে পশুদের মতো চিৎকার করতে বারণ কর, তা না হলে তাঁকে খতম করে দেওয়া হবে।”

আর সেই সঙ্গে “লাভ জিহাদ”-এর কথা স্মরণ করে আয়েশা টাকিয়াকে বিয়ে করায় তাঁকেও আক্রমণাত্মক কথা বলা হয়েছে বলেও খবরে প্রকাশ।