ইনি অমিতাভ বচ্চন, আসছেন ১ ডিসেম্বর

By স্টার অনলাইন রিপোর্ট
7 June 2017, 08:29 AM
UPDATED 7 June 2017, 17:53 PM

ছবিটিতে যে দুজন মানুষকে দেখছেন তাঁদের একজন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন। আর অপরজন হলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর।

উমেশ শুক্লা পরিচালিত “ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু নট আউট” ছবিতে অভিনয় করছেন তাঁরা। সঙ্গে থাকছেন অভিনেত্রী বিদ্যা বালান।

ছবিটির শুটিং আগামী মাসেই শেষ হবে বলে এর কর্তাব্যক্তিদের প্রত্যাশা। আর এটি মুক্তি পাবে ১ ডিসেম্বর।

গুজরাতি লেখক-পরিচালক সৌম্য জোশির সফল নাটক “ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু নট আউট”-এর ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এতে রয়েছে ১০২ বছরের বাবা এবং তাঁর ৭৫ বছর বয়সী ছেলের গল্প। ছবিটিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ এবং তাঁর ছেলের চরিত্রে ঋষি। প্রায় দুই দশক পর তাঁদের দেখা যাবে একই ছবিতে। এর আগে তাঁরা অভিনয় করেছিলেন “অমর আকবর অ্যান্টনি” এবং “নসিব”-সব বিভিন্ন চলচ্চিত্রে।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস