একদিনেই প্রায় অর্ধকোটি ভিউ পেল ‘বেগম জান’ ট্রেইলার

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2017, 08:37 AM
UPDATED 15 March 2017, 18:59 PM

বলিউড মুভি ‘বেগম জান’-এর ট্রেইলারটি ১৪ মার্চ ইউটিউবে প্রকাশিত হওয়ার একদিনের মধ্যেই এর ভিউয়ারের সংখ্যা প্রায় অর্ধকোটিতে পৌঁছেছে।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-প্রাপ্ত পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ‘বেগম জান’ ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান।

ছবিটির অফিসিয়াল ট্রেইলারে ‘বেগম জান’ সম্পর্কে বলা হয় “(উনি) বেশ্যার মতো বেঁচেছিলেন আর লড়াই করেছিলেন বেগমের মতো।”

শ্রীজিৎ-এর বাংলা চলচ্চিত্র ‘রাজ কাহিনী’-র হিন্দি সংস্করণ ‘বেগম জান’ নির্মিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে একটি গণিকালয়ের ১১জন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। গণিকালয়টির অর্ধেক পড়ে যায় ভারতের ভেতর আর বাকি অর্ধেক পাকিন্তানে।

এই ২ মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেইলারটিতে বলা হয়েছে, ছবিটি একটি সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত। এতে আরও বলা হয়, “একদিন জেগে উঠবে ব্রাত্য সমাজ”, এবং ‘বেগম জান’-এ রয়েছে “স্বাধীনতার বিরুদ্ধে মুক্তির লড়াই”।

ছবিটি ১৪ এপ্রিল মুক্তি পাবে সে কথাও লেখা রয়েছে ট্রেইলারটিতে।