এগিয়ে চলছে ‘মুন্নাভাই’

By স্টার অনলাইন রিপোর্ট
3 October 2017, 08:05 AM
UPDATED 3 October 2017, 14:11 PM

দর্শকরা কি ভুলে গেছেন বলিউডের মুন্নাভাইয়ের কথা? না, এমনটি হওয়ার কথা নয়। যদিও বড় পর্দায় মুন্নাভাইকে প্রথম দেখা গিয়েছিলো ২০০৩ সালে। এরপর তিনি আবার আসেন তিন বছর পর। এখন প্রায় এক যুগ পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই “খলনায়ক”-এর দেখা নেই।

“মুন্নাভাই ৩” আসছে – এমন ঘোষণা দেওয়ার ঠিক এক বছর পর জানানো হলো এগিয়ে চলছে ছবিটির কাজ। দর্শকদের মুগ্ধ করতে “মুন্নাভাই”–এর টিম প্রস্তুত।

২০১৬ সালে প্রযোজনা সংস্থা বিনোদ চোপরা প্রডাকশনস এর পক্ষ থেকে বলা হয়েছিলো ২০১৭ সালে ছবিটির কাজ শুরু হবে। কিন্তু, এর প্রধান অভিনেতা সঞ্জয় দত্ত বিভিন্ন ছবির কাজে ব্যস্ত থাকায় এবং পরিচালক রাজকুমার হিরানী তাঁর সঞ্জয়ের জীবনীচিত্র এখনো শেষ করতে না পারায় একটু ধীরে হলেও এগিয়ে চলছে “মুন্নাভাই ৩” এর কাজ।

বোম্বাই টাইমস-এর খবরে বলা হয়েছে ২০১৮ সালে শুরু হবে রাজকুমার হিরানী পরিচালিত ও সঞ্জয় দত্ত অভিনীত “মুন্নাভাই ৩” এর শুটিং।

উল্লেখ্য, ২০০৩ এর “মুন্নাভাই এমবিবিএস” এবং ২০০৬ এর “লাগে রাহো মুন্নাভাই”-এর ব্যাপক সাফল্যের পর বলিউডের নতুন আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে এই সিরিজের তৃতীয় ছবিটিকে।