এবার অন্যরকম গল্প নিয়ে আসছেন ‘বাহুবলী’র পরিচালক

By স্টার অনলাইন রিপোর্ট
13 October 2017, 06:03 AM
UPDATED 13 October 2017, 12:08 PM

ঐতিহাসিক কল্পকথা নিয়ে তৈরি “বাহুবলী” সিরিজের দুটি ছবি দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে নাম লিখিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। তবে ভক্তদের জন্যে এবার অন্যরকম গল্প নিয়ে সিনেমা করার কথা ভাবছেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের আজ (১৩ অক্টোবর) নিশ্চিত করে জানায় যে রাজামৌলির নতুন চলচ্চিত্র তৈরি হবে একটি সামাজিক গল্প নিয়ে। তবে এর শিরোনাম এখনো ঠিক করা হয়নি।

তবে সম্প্রতি নতুন ছবির বিষয়ে রাজামৌলি বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটি-কে বলেন, “আমার পরবর্তী সিনেমাটি কোন ভাষায় হবে অথবা কারা এতে অভিনয় করবেন সে বিষয়ে এখন নিশ্চিত করে কিছু বলতে পারছি না। আমি প্রযোজক ধন্য’র কাছে প্রতিজ্ঞাবদ্ধ এবং পরবর্তী ছবি তাঁর সঙ্গেই হবে।”

উল্লেখ্য, রাজামৌলির “বাহুবলী ২” ভারতের ইতিহাসে প্রথম ছবি যা গত এপ্রিলে মুক্তি পেয়ে ১,০০০ কোটি রুপির বেশি আয় করেছে।