এবার প্রযোজনায় ক্যাটরিনা কাইফ!

By স্টার অনলাইন রিপোর্ট
31 July 2017, 09:31 AM
UPDATED 31 July 2017, 15:38 PM

“জিন্দেগি না মেলেগি দোবারা” – যার অর্থ দাঁড়ায় জীবন দ্বিতীয়বার পাওয়া যাবে না। তাই কাজের পরিধি বাড়াতে চান ক্যাটরিনা কাইফ। অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন বহুবার, আগামীতেও হয়তো করবেন। সেই সঙ্গে ভক্তদের আরও ভালো কিছু কাজ উপহার দেওয়ার অপেক্ষা তাঁর।

সম্প্রতি, এক সাক্ষাৎকারে ক্যাট ঘোষণা দেন, তিনি প্রযোজনার দিকে এগুচ্ছেন।

এর আগে, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনায় আসেন। সেই পথেই যেন হাঁটতে চান ক্যাটরিনা।

সংবাদমাধ্যমকে ক্যাটরিনা বলেন, “ছবি প্রযোজনার প্রতি আমার আগ্রহ অনেক। যদিও আমি এ বিষয়ে তেমন কিছুই জানি না, তাই নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আমি একদিন এ পথে হাঁটতে শুরু করবো।”

প্রিয়াঙ্কা ও আনুশকার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এটি সত্যিই চমৎকার। তবে এ কাজে ভালো ও বিশ্বস্ত মানুষের প্রয়োজন। এ কাজে সবার সহযোগিতার দরকার হয়। আনুশকা তাঁর ভাইয়ের সঙ্গে মিলে বেশ ভালো কাজ করছেন।”

কি ধরণের ছবি তৈরি করবেন, এমন প্রশ্নের জবাবে “রাজনীতি”-র ইন্দু প্রতাপ বলেন, “আমি ছবিকে বিভিন্ন বিভাগে ভাগ করতে চাই না। আপনারা হয়তো বলেন এটি অন্যরকম, বা একইরকম, অথবা ক্লাসিক বা আর্ট ফিল্ম। আমি একটি ছবিকে ছবি হিসেবেই দেখি। যদি কেউ কোন ছবিকে বিশেষ বলে আখ্যায়িত করেন তাহলে আমি তা একটু গুরুত্ব দিয়ে জানার চেষ্টা করি।”

হলিউড মুভি “হি লাভস মি… হি লাভস মি নট”-এর স্বত্ব কেনার বিষয়ে প্রকাশিত খবরের ওপর মন্তব্য করতে গিয়ে ক্যাটরিনা বলেন, “আমি তা কেনার চেষ্টা করেছিলাম, তবে শেষ পর্যন্ত তা আর হয়নি।”

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া