এ বছর ‘ভোগ ইন্ডিয়া’ পুরস্কার পেলেন যাঁরা

By স্টার অনলাইন রিপোর্ট
25 September 2017, 09:56 AM
UPDATED 25 September 2017, 16:04 PM

ভারতে জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন “ভোগ”-এর ১০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হলো “ভোগ ইন্ডিয়া” পুরস্কার। হাল ফ্যাশনের পোশাকে বলিউডের প্রখ্যাত তারকারা গতকাল (২৪ সেপ্টেম্বর) যোগ দেন মুম্বাইয়ের জমকালো এই অনুষ্ঠানে।

ইউএনএইডস এর শুভেচ্ছাদূত ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে এ বছর দেওয়া হয় “ভোগ ইনফ্লুয়েন্সার অব দ্য ডিকেড” খেতাব। বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেওয়া হয় “ভোগ এন্টারটেইনার অব দ্য ডিকেড” পুরস্কার।

এছাড়াও, “ভোগ অপিনিয়ন মেকার অব দ্য ইয়ার” পুরস্কার লাভ করেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না এবং পরিচালক করণ জোহর লাভ করেন “ভোগ ম্যান অব দ্য ইয়ার” পুরস্কার।

ভোগ বিজয়ীদের তালিকায় আরও রয়েছেন আনুশকা শর্মা। তিনি লাভ করেন “ভোগ অ্যান্ড বিএমডব্লু গেম চেঞ্জার অব দ্য ইয়ার” পুরস্কার।

অনুষ্ঠানে বাবা অনিল কাপুরের হাত থেকে “ভোগ অ্যান্ড আইডব্লুসি ফ্যাশন আইকন অব দ্য ইয়ার” পুরস্কারটি তুলে নেন অভিনেত্রী সোনম কাপুর।

তথ্যসূত্র: ভোগ ইন্ডিয়া