ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজের অবস্থা সংকটাপন্ন

By স্টার অনলাইন রিপোর্ট
12 March 2017, 10:20 AM
UPDATED 12 March 2017, 16:31 PM

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাইয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ১৫ দিন আগে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসিইউয়ে রাখা হয়েছে।

কৃষ্ণরাজের অসুস্থতায় অনেক মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন ঐশ্বরিয়া ও তাঁর স্বামী অভিনেতা অভিষেক বচ্চন।

নিয়মিত হাসপাতালে যাচ্ছেন এই অভিনেতা দম্পতি। তবে, গতরাতে হাসপাতাল থেকে ফেরার সময় বেশ বিমর্ষ দেখা যায় ঐশ্বরিয়াকে, খবর টাইমস অব ইন্ডিয়া।

ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চনও হাসপাতালে দেখতে গিয়েছিলেন তাঁর বেয়াইকে।

গত জানুয়ারিতে এমন অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণরাজ রাই। তখনো তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

খবরে প্রকাশ, কৃষ্ণরাজের শারীরিক অবস্থা ক্রমাগত জটিল হয়ে উঠছে।