কেমন চলবে শাহরুখ-আনুশকার নতুন প্রেম কাহিনী?

By স্টার অনলাইন রিপোর্ট
1 August 2017, 10:30 AM
UPDATED 2 August 2017, 12:35 PM

আগামী ৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান ও আনুশকা শর্মার “জব হ্যারি মেট সেজাল” ছবিটি। এ নিয়ে বেশ প্রচারণা করেছেন বলিউডের এই প্রখ্যাত তারকা জুটি। কিন্তু, সাড়া মিলেছে কতটুকু?

ইমতিয়াজ আলী পরিচালিত “হ্যারি-সেজাল” ছবিটির অগ্রিম টিকিট বাজারে ছাড়া হলেও বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, প্রথম দিনে শাহরুখ-আনুশকার নতুন প্রেম কাহিনী আয় করতে পারে ২২-২৩ কোটি রুপি; আর সপ্তাহ শেষে এই আয় দাঁড়াতে পারে ৭৫-৭৬ কোটি রুপি।

বক্স অফিস বিশেষজ্ঞ সুমিত কাদেল নিউজপোর্টাল কইমইকে জানিয়েছেন, “জব হ্যারি মেট সেজাল” ছবিটির মোট আয় হতে পারে ১৬০ থেকে ১৭০ কোটি রুপি।

এদিকে, গত ২১ জুলাই “জব হ্যারি মেট সেজাল”-এর অফিসিয়াল ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ১ আগস্ট পর্যন্ত এটি পেয়েছে এক কোটির বেশি ভিউয়ার।

তাই, এখন দেখার অপেক্ষা কেমন চলবে শাহরুখ আর আনুশকার এই নতুন প্রেম কাহিনী।

উল্লেখ্য, ২০০৮ সালে “রাব নে বানা দি জোড়ি”-তে কিং খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক হয় আনুশকার। ছবিটি বেশ ভালো ব্যবসা করেছিলো। এরপর, ২০১২ সালে “জব তাক হ্যায় জান” ছবিতে অভিনয় করেন তাঁরা। এ ছবিটিও ব্যবসা সফল হয়।