কোরীয় ব্লকবাস্টার রিমেকে সালমান

By আনন্দধারা ডেস্ক
12 February 2017, 09:11 AM
UPDATED 12 February 2017, 15:14 PM

এমন খবর আগেই ছড়িয়েছিল যে একটি কোরিয়ান ব্লকবাস্টারের রিমেকে কাজ করবেন সালমান খান। কিন্তু তখন বিষয়টি কেউ নিশ্চিত করেননি বলে খবরটিও তেমন গুরুত্ব পায়নি।

এবার অভিনেতা-প্রযোজক-পরিচালক অতুল অগ্নিহোত্রির কাছে কোরীয় প্রযোজনা সংস্থা সিজে এন্টারটেইনমেন্ট ‘ওড টু মাই ফাদার’ ছবিটির রিমেকের স্বত্ব বিক্রি করে দিলে সালমানের অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। কেননা, অগ্নিহোত্রির ইচ্ছা সালমান অভিনয় করুক এই কোরীয় ব্লকবাস্টারের ভারতীয় সংস্করণে।

রিমেক ছবিটির গল্পে থাকবে ১৯৪৭ সালের দেশ ভাগ। বিষয়টি নিশ্চিত করে অগ্নিহোত্রি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে বলেন, “কিছু কিছু গল্প সৃষ্টির পেছনে উদ্দেশ্য থাকে। ‘ওড টু মাই ফাদার’ ছবিটি কোরীয় চলচ্চিত্রের একটি চমৎকার নিদর্শন। তবে এর হিন্দি সংস্করণে আমরা কোরীয় গল্প বলবো না।”

এই রিমেকে সালমানের অংশগ্রহণ নিশ্চিত করেছেন অগ্নিহোত্রি। তিনি আরও জানান যে, ছবিটি পরিচালনা করবেন ‘সুলতান’-খ্যাত পরিচালক আলি আব্বাস জাফর।

এদিকে, সিজে এন্টারটেইনমেন্টের প্রধান ইউনহি চোই উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “কোরিয়ার ইতিহাস-ভিত্তিক একটি ছবি ভারতের ইতিহাসের সঙ্গে মিলিয়ে নেয়া হবে, যা সতিই খুব আনন্দের। আরো খুশি হয়েছি এটা জেনে যে পরিচালক আলি আব্বাস জাফর এবং অভিনেতা সালমান খান ছবিটির সঙ্গে যুক্ত হচ্ছেন।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া