চলচ্চিত্রটাই মুখ্য ছিল, পোশাক নয়: শাবানা আজমী

By স্টার অনলাইন রিপোর্ট
16 April 2017, 07:17 AM
UPDATED 16 April 2017, 13:22 PM

এবছরের কান চলচ্চিত্র উৎসব শুরু হতে মাসখানেক বাকি। মূলত অভিনেত্রীদের মধ্যে কে কে সেখানে যাচ্ছেন, তাঁদের পোশাক কি হবে, দেখতে কেমন লাগবে তাঁদের – এসব বিষয় নিয়ে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে আলোচনা আর প্রতিযোগিতা।

এমন সময় বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমী তাঁর কিছু পুরোনো ছবি শেয়ার করলেন টুইটারে, যেখানে রয়েছে কান চলচ্চিত্র উৎসবের স্মৃতি। ১৯৭৬ সালে ‘নিসান্ত’ সিনেমা নিয়ে কানে অংশ নেওয়া এবং সেই অভিজ্ঞতাটাই এক কথায় বলেছেন তিনি।

প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটেল এবং পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে নিজের শাড়ি পরা একটি ছবি পোস্ট করে শাবানা লিখেছেন, “১৯৭৬ সালে কানের অফিসিয়াল সেকশনে ‘নিসান্ত’-এর জন্য। সবকিছুই খুব সরল ছিল। চলচ্চিত্রটাই সেখানে মুখ্য ছিল, পোশাক নয়।”

[twitter]
 

[/twitter]