চীনে সানি লিওনের প্রথম অনুষ্ঠান

By স্টার অনলাইন রিপোর্ট
19 October 2017, 08:08 AM
UPDATED 19 October 2017, 15:00 PM

বলিউড অভিনেত্রী সানি লিওন প্রথমবারের মতো চীনে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন আজ (১৯ অক্টোবর)। দেশটিতে তিনি দীপাবলির অনুষ্ঠানে অংশ নিবেন বলে ভক্তদের এক বার্তায় এ খবর জানান “জিসম টু”-খ্যাত এই অভিনেত্রী।

বার্তায় তিনি লিখেন, “এই প্রথম চীনে যাচ্ছি। ভক্তদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বিষয়টি খুবই আনন্দের।”

চীনে সানি যে অনুষ্ঠানে অংশ নিবেন তা এক লাখের বেশি ফুটবল দিয়ে সাজানো হবে বলে সংবাদমাধ্যমকে জানানো হয়। সেখান থেকে তিনি আরও কয়েকটি দেশে যাবেন।

এরপর, ভারতে ফিরে “তেরা ইন্তেজার” ছবির প্রচারণার কাজে নামবেন এই অভিনেত্রী। রাজিব ওয়ালিয়া পরিচালিত এই চলচ্চিত্রে সানির বিপরীতে অভিনয় করেছেন আরবাজ খান, খবর টাইমস অব ইন্ডিয়ার।

উল্লেখ্য, গত সপ্তাহে সানি সপরিবারে তাঁর পালক কন্যা নিশার দ্বিতীয় জন্মদিন পালন করেন লস অ্যাঞ্জেলেসের ডিজনিল্যান্ডে।