‘টিউবলাইট’-এর ব্যর্থতা কি ঘুচবে?

By স্টার অনলাইন রিপোর্ট
12 September 2017, 10:38 AM
UPDATED 12 September 2017, 16:43 PM

বর্তমানে আবুধাবিতে অবস্থানরত বলিউড সুপারস্টার সালমান খান তাঁর নতুন চলচ্চিত্র “টাইগার জিন্দা হ্যায়” সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ভারতীয় সিনেমার দর্শকরা এমন ছবি আগে কখনো দেখেননি।

আলী আব্বাস জাফর পরিচালিত “টাইগার জিন্দা হ্যায়” ছবিটিতে সালমান অভিনয় করেছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে। এটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন ছবিটি সম্পর্কে সাল্লুর মন্তব্য, ২০১২ সালে মুক্তি পাওয়া “এক থা টাইগার”-এর চেয়ে অনেক বড় মাপের কাজ হবে এটি। কবির খান পরিচালিত “এক থা টাইগার”-এও অভিনয় করেছিলেন সালমান-ক্যাটরিনা জুটি।

“বজরঙ্গি ভাইজান”-খ্যাত সালমান সংবাদমাধ্যমকে বলেন, “আমাদের নতুন ছবিটিতে এমন কিছু রয়েছে যা ভারতীয় সিনেমার দর্শকরা আগে কখনো দেখেননি। আমরা অনেক বড় পরিসরে ছবিটি তৈরি করেছি। বিশেষ করে, অ্যাকশন দৃশ্যের ক্ষেত্রে।”

একটু ব্যাখ্যা করে তিনি বলেন, “ছবিটির অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং হয়েছে অস্ট্রিয়ায় এবং আবুধাবিতে। এখানে ঘোড়া, ট্যাঙ্ক, বড় বড় অন্ত্র এবং অনেক সেনা সদস্যকে দেখানো হয়েছে। একটি বাস্তব ঘটনার ভিত্তিতে ছবিটি তৈরি করা হয়েছে। ছবিটির চিত্রনাট্যও সাজানো হয়েছে চমৎকারভাবে।”

উল্লেখ্য, গত ২৩ জুন মুক্তি পাওয়া সালমান অভিনীত সর্বশেষ ছবি “টিউবলাইট” বক্স অফিসে ব্যর্থ হওয়ায় সেই ব্যর্থতা ঘুচাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। অসুস্থ শরীরেও তিনি শুটিং করেছেন “টাইগার জিন্দা হ্যায়” ছবিটির জন্যে।