‘দঙ্গল’ কি ছাড়িয়ে যাবে ‘পিকে’-কে?

By স্টার অনলাইন রিপোর্ট
8 April 2017, 11:03 AM
UPDATED 8 April 2017, 17:06 PM

আমির খানের ‘দঙ্গল’ ছুঁতে যাচ্ছে তাঁরই অভিনীত ‘পিকে’-কে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘পিকে’ এখন পর্যন্ত ৭৯৪ কোটি রুপি আয় করলেও গত ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ আয় করেছে এখন পর্যন্ত ৭০৩ কোটি রুপি।

রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ এখন সবচেয়ে বেশি আয়ের বলিউড চলচ্চিত্রের তকমা ধারণ করে থাকলেও ‘দঙ্গল’-এর গত সাড়ে চার মাসের আর্থিক অর্জন বলে দিচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিটি ভারতের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

`দঙ্গল’-এ একজন সৌখিন কুস্তিগির মহাবীর সিং ফোগাত ভারতের জন্য স্বর্ণ পদক আনতে ব্যর্থ হলেও তাঁর কন্যা গীতা পেরেছিলেন প্রথম ভারতীয় নারী হিসেবে কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জয় করতে। সেই ঘটনার ওপর নির্মিত ছবিটিও শীগ্রই ভারতের ইতিহাসে নাম লিখাতে যাচ্ছে তা আজ নিশ্চিত করে বলা যায়।