নতুন ছবিতে ঐশ্বরিয়া রাই

By স্টার অনলাইন রিপোর্ট
4 June 2017, 08:50 AM
UPDATED 4 June 2017, 14:53 PM

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার নতুন ছবিতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এর আগে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল উমাঙ্গ কুমারের “সর্বজিত” সিনেমায়।

পিটিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, “রাকেশ ওমপ্রকাশ মেহরার নতুন ছবিতে থাকছেন ঐশ্বরিয়া। রাকেশ সবসময় যে ধরণের ছবি বানান তাঁর পরবর্তী ছবিটিও তেমনি হবে।”

এতে আরও বলা হয়, “কলা-কুশলীদের বাকি তালিকার কাজ শীঘ্রই শুরু হবে। এবছরের শেষের দিকে ছবিটির শুটিংয়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

বর্তমানে মেহরা “মেরে পিয়ারে প্রাইম মিনিস্টার” ছবির কাজ করছেন। মুম্বাইয়ের এক বস্তির চার শিশুর সখ্যতার গল্প নিয়ে ছবিটি সাজানো হয়েছে।