নিহালানি’র অপসারণে বলিউডে স্বস্তি

By স্টার অনলাইন রিপোর্ট
13 August 2017, 08:23 AM
UPDATED 13 August 2017, 14:28 PM

ভারতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পাহালাজ নিহালানির অপসারণে বলিউডে বইছে স্বস্তির সুবাতাস। চলচ্চিত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেমন আনন্দ প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, তেমনি আনন্দ প্রকাশ করছেন ভারতীয় চলচ্চিত্রপ্রেমীরাও।

নমিতা হান্দা নামে একজন বলিউডের এই মুক্তিদশাকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন, “আজাদি মুবারক বলিউড।” এমনকি, নিহালানির অপসারণের দিন ১১ আগস্টকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করেছেন কেশাব ত্রিহান নামের একজন বলিউড ভক্ত।

সুস্মিতা পাকরাসি নামে একজন লিখেছেন, “এখন থেকে আর নয় সংস্কার।” সাগনিক মিশ্র নামের একজন লিখেছেন, “বলিউড এখন সঠিক রাস্তায় রয়েছে।” সালোনি জৈন নামের একজন এখন থেকে একটি সিনেমার পুরোটাই দেখার আশা প্রকাশ করেছেন।

গত ১১ আগস্ট নিহালানির অপসারণের এই আনন্দবার্তা এখনো জমিয়ে রেখেছে ব্যস্ত বলিউডকে। কেননা, ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-র চেয়ারম্যান হিসেবে গত আড়াই বছরে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিলেন নিহালানি। বিশেষকরে, শিল্পীর স্বাধীনতাকে শক্ত হাতে দমন করার চেষ্টা করেছিলেন তিনি।

দেশটির ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে জড়িত নিহালানিকে দিয়ে ভারতের “সংস্কৃতি ও ঐতিহ্য”-কে রক্ষা করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিলো যা বাস্তবে জন্ম দেয় বোর্ডের মুক্তচিন্তা বিরোধী মনোভাব। তাঁর নেতৃত্বাধীন বোর্ড একের পর এক কাঁচি চালাতে থাকে সেন্সরে জমা পড়া সিনেমাগুলোয়।

সম্প্রতি, পরিচালক কুশান নন্দীর “বাবুমশাই বন্দুকবাজ” সিনেমাটি সেন্সরের জন্যে জমা দেওয়ার পর বোর্ড জানায় এতে ৪৮টি দৃশ্য কেটে ফেলতে হবে। শুধু তাই নয়, নিহালানির কাঁচির নিচে পড়তে হয়েছিলো পরিচালক সুমন ঘোষের তৈরি নোবেল বিজয়ী অমর্ত্য সেনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “দ্য আর্গুমেনটেটিভ ইন্ডিয়ান”-টিকেও।

এদিকে, স্বনামধন্য গীতিকার প্রসূন জোসিকে আগামী তিন বছর বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেন্সর বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।